প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- চুরির ঘটনা প্রায়ই ঘটে কিন্তু কম সময়ে চুরির জিনিসপত্র উদ্ধারের ঘটনা সাধারণ জনগণ খুবই কমই শুনেছে এমনই অভিজ্ঞতা সবারই কম বেশি আছে, তার ব্যতিক্রমী হলো সাঁকরাইল থানা,ব্যবসায়ীর বাড়ি চুরি যাওয়া জিনিস উদ্ধার করে নজির গড়লেন সাঁকরাইল থানার পুলিশ, চুরির ঘটনাটি ঘটেছে আন্দুল বাজার চৌধুরী পাড়া এক ব্যবসায়ীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে, জানালা ভেঙে চোরেরা নগদ প্রায় তিন লক্ষ টাকা, প্রায় 25 ভরি সোনা সোনার গহনা এবং ১০০ গ্রাম রুপোর জিনিসপত্র চুরি করে , শুক্রবারে ব্যবসায়ী অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্তে নেবে চারজন দুষ্কৃতীকে ধরে। সোমবার আদালতে দুষ্কৃতীদের পেশ করে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পর দুষ্কৃতীদের দেয়া তথ্যের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশ এবং সাঁকরাইল থানা পুলিশ যৌথ উদ্যোগে চুরি হওয়া জিনিস উদ্ধার করেন। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে প্রায় নগর আড়াই লক্ষ টাকা, প্রায় ২৭ ভরি সোনার গহনা এবং ১০০ গ্রাম রুপোর জিনিস পাওয়া যায় মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার সাউথ সুরিন্দর সিং এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এই তথ্য পেশ করেন, পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানান আপামর সাঁকরাইলবাসী,
সাঁকরাইল থানা আই সি র তৎপরতায় আন্দুলের ব্যবসায়ী বাড়ি চুরির কিনারা হলো গ্রেফতার চার।












Leave a Reply