মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ধাত্রীগ্রাম সম্প্রীতির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা ও স্থানীয় কিছু যুবকদের হাত ধরে সাত বছর পূর্বে শুরু হয় এই পুজো। এবছর তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল থিমের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে ইচ্ছেডানা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পরই উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা করেন। মন্ত্রী এদিন তিনি বলেন অনেক সময়তেই দেখা যায় মন্ডপের সামনে মাথাটা আজড়ানো নেই হাফপ্যান্টটা নোংরা, তারা হাত পাতে অনেক সময় তাদের আপনারা তাড়িয়ে দেন। এগুলো করবেন না। ওদেরকেই আগে প্রসাদটা দিন এতে মা দুর্গা সন্তুষ্ট হবে।
ধাত্রীগ্রামের সম্প্রীতির পুজো ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর।












Leave a Reply