বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- চতুর্থীর সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট সৃষ্টি একাডেমি এন্ড ওয়েলফেয়ার সোসাইটির দুর্গা প্রতিমার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বালুরঘাট রামকৃষ্ণ মিশনের সম্পাদক সত্যধর্মানন্দজী মহারাজ। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিচার বিভাগের একাধিক বিশিষ্ট মুখ উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলা দায়রা বিচারক মনোজ কুমার প্রসাদসহ এলাকার বিভিন্ন সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধনের সময় মন্ডপ প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তি আর আনন্দের আবহে। স্থানীয় বাসিন্দাদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল। আলো, রঙিন সাজসজ্জা আর প্রতিমার কারুকার্যে যেন পূজার আভাস মিলল আগাম।
সোসাইটির সদস্য ঋতব্রত চক্রবর্তী জানান, এবছর তাদের দুর্গোৎসবের ১৪তম বর্ষ। বছর বছর ভিন্ন ভিন্ন আঙ্গিকে দুর্গাপুজোর আয়োজন করা হয় এবং সমাজের সব স্তরের মানুষকে একত্রিত করার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল পূজো নয়, সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোও।”
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পূজোর সূচনা হওয়ায় বালুরঘাটের পূজাপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।












Leave a Reply