গড়বেতায় অকিঞ্চন ছাত্রছাত্রীদের হাতে পুজোর বস্ত্র তুলে দিলেন প্রসেনজিৎ ভূঁইয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নাম্বার ব্লকের শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের বড়ডাবচা গ্রামে গরিব দুস্থ ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে একটি স্কুল চালানো হয়। সেই স্কুলে কোন ছাত্র-ছাত্রীর অভিভাবক নেই, কেউ বা মা বাবা হীন। কারও জোটে না দুবেলা অন্ন তেমনই বেশ কিছু ছাত্র-ছাত্রীদের হাতে এদিন পঞ্চায়েত সমিতির প্রাক্তন বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ভূঁইয়া পৌঁছে দিল পূজার জন্য নতুন বস্ত্র। প্রসেনজিৎ ভূঁইয়ার তরফে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য তিনি সারা বছরই কিছু না কিছু করেন কখনও কিনে দেন বই খাতা কলম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সামগ্রী। কখনও পাশে দাঁড়ান শারীরিক অসুস্থতায়।
সামনেই পুজো তাই তাদের মুখে যাতে খুশি ফুটে ওঠে সেই দিকটা ভাবনা চিন্তা করে এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় পুজোর জন্য নতুন বস্ত্র।
ওই ছাত্র-ছাত্রীদের একত্রিত করে শক্তভাবে জড়িয়ে আঁকড়ে একটি সংস্থা তৈরি করেছেন স্থানীয় যুবক রঞ্জন ব্যাধ। তার বারংবার পুনঃপুনঃ প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীগুলো আজ স্কুলমুখী। তিনি কাউকে ধরে এনেছেন স্টেশন থেকে কারও বাড়িতে বারবার গিয়ে বই খাতা কলম জামাপ্যান্ট থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দিয়ে এনেছেন শিক্ষার মূল স্রোতে।
এদিন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পুজোর আগে পুজোর পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *