দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকার আয়োজিত বিশ্ববাংলা শারদ সম্মানের পুরস্কার বিতরণ করা হলো বিবেকানন্দ কনফারেন্স হলে শনিবার বিকেল চারটা নাগাদ সেরা পুজো সেরা মন্ডপ, সেরা প্রতিমা,সেরা সমাজ সচেতনতা এই চারটি বিভাগে মোট 12 টি ক্লাবকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা তথ্যসংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক শুভায়ন হক সহ অন্যান্যরা।
বালুরঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ক্লাব পেল সেরা সমাজ সচেতনতা ও পুজো পুরস্কার।












Leave a Reply