মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – বিলুপ্তের পথে বাবুই পাখির বাসা।হারিয়ে যাওয়া তালগাছে বাবুই পাখির বাসা দুর্গা পূজার থিমের মাধ্যে তুলে ধরছে এবছর মালদার আইহো বাবুপাড়ার সুশক্তি ক্লাবের পুজ কমিটি। এবছর এই ক্লাবের ৫৩তম বর্ষের পদার্পণ করছে।এই মন্ডপে বাবুই পাখির বাসার আদলে। যা তালপাতা সহ বিভিন্ন উপকরণে গড়ে তুলছেন ক্লাব সদস্যরাই। প্রতিমাতেও থাকছে তালপাতার মন্ডপসজ্জার ছাপ। প্রতিমা তৈরি হচ্ছে তালপাতা দিয়ে। তাই আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের পুজা উদ্যোক্তাদের আশা তাদের এবছরের ভালো পুজো সাড়া ফেলবে দর্শনার্থী মহলে।এই মন্ডপ তৈরি করতে তাল পাতা সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে মন্ডপকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে।
আইহো বাবুপাড়ায় সুশক্তি ক্লাবের ৫৩তম পুজো: থিমে বাবুই পাখির বিলুপ্ত বাসা।












Leave a Reply