নিজস্ব সংবাদদাতা, মালদা—-বাঙ্গালীদের সর্বশ্রেষ্ঠ দূর্গা পুজা তার আগেই নতুন চমক দিচ্ছে পর্যটকদের গাজোল ব্লক প্রশাসন। গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা ইকো পার্কে শুক্রবার দুপুর দুটো নাগাদ বুদ্ধমূর্তির উন্মোচন করা হলো এক বড় মাপের বুদ্ধমূর্তির। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি শিখা মন্ডল সরকার, জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ,সহ অন্যান্যরা।
সুদীপ্তবাবু বললেন – মালদা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ইকোপার্ক পর্যটকদের কাছে পছন্দের জায়গা। মালদা ছাড়াও বাইরের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন। ইকো পার্ককে কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় তার জন্য নানা ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করে চলেছি।। বুদ্ধমূর্তি স্থাপন তারই একটি অঙ্গ। জেলাশাসক নীতিন সিংহানিয়া ইকো পার্কের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন।তার প্রচেষ্টায় ইকোপার্কে এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হলো। একটি গোটা পাথরকে খোদাই করে এই বুদ্ধমূর্তিটি তৈরি করা হয়েছে। রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে এই মূর্তি। আশা করি পর্যটকদের খুবই ভালো লাগবে এই মূর্তিটি। রাত্রিতে দৃষ্টি করার জন্য মূর্তির চারপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে।
গাজোলের আদিনা ইকো পার্কে বিশাল বুদ্ধমূর্তির উন্মোচন, বাড়ল পর্যটকদের আকর্ষণ।












Leave a Reply