মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মর্মান্তিক রেললাইনে এক হাত ও এক পা কেটে যায় সাকমি সেখ নামে এক পরিযায়ী শ্রমিকের।সেই পরিযায়ী শ্রমিকের চিকিৎসা খরচের জন্য পরিবারের আর্থিক সহায়তা প্রদান করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। পাশাপাশি পরিবারের পাশে থাকার আস্বাস দেন তিনি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বড়জুমলা কলনীর বাসিন্দা সাকিম সেখ উড়িষ্যায় শ্রমিকের কাজ করতে গিয়ে অসাবধানবশতায় রেললাইনে মাথা ঘুরে পড়ে যায়।হঠাৎ একটি ট্রেন এসে তার এক হাত ও এক পা কেটে যায়। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এ খবর পেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। শনিবার দুপুরে সেই শ্রমিকের বাড়িতে উপস্থিত হয়ে সাংসদ প্রতিনিধি পরিবারকে আর্থিক সহায়তা করেন তিনি।পাশাপাশি তাদের পাশে থাকারও আশ্বাস দেন। উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার কোর কমিটির সদস্য মহম্মদ সেলিম আক্তার,সাংসদ প্রতিনিধি সোহেল রানা, সেখালিপুর অঞ্চল প্রধান প্রতিনিধি আওরঙ্গজেব ববি, সদস্য তোরাব আলী খাঁন,।এদিন নিহতের পরিবারের বর্তমান অবস্থা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনারা।
মর্মান্তিক দুর্ঘটনায় হাত-পা হারানো পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন সাংসদ খলিলুর রহমান।












Leave a Reply