মোটরা উদয় সংঘ ও পল্লী পাঠাগারের হিন্দু মুসলিম আদিবাসীরা একত্র হয়ে করে পুজো, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ও ‘ধর্ম যার যার উৎসব সবার’ থিমের পুজো উদ্বোধনে ডিএসপি হেডকোয়ার্টার ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের নাজিরপুরের মোটরায় উদয় সংঘ অ্যান্ড পল্লী পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হলো সার্বজনীন দুর্গাপূজোর উদ্বোধন। হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে আয়োজিত এই পুজোর শুভ সূচনা করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। উপস্থিত ছিলেন ওসি সৎকার স্যাংবো, বিশিষ্ট সমাজকর্মী অরুনাংশ ঘোষসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বছরের পুজোর বিশেষ থিম ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’— যা পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। পাশাপাশি ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মূলমন্ত্রকে সামনে রেখে পুজোকে সকলের মিলনমেলা করে তুলেছে আয়োজক কমিটি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসবে স্থানীয় মানুষের উৎসাহ ও অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয়।

পুজো উদ্বোধনের পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগ হিসেবেও কয়েকজন অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা একইভাবে সমাজের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যেতে চান।

সার্বিকভাবে এই আয়োজন কেবল ধর্মীয় অনুষ্ঠানকেই সীমাবদ্ধ না রেখে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *