কুটির শিল্পকে তুলে ধরে দুর্গোৎসব, বাঁশের অলংকারে সেজেছে মা দুর্গা।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- গঙ্গারামপুর ফুটবল ক্লাব আটচল্লিশ তম বর্ষে দুর্গাপূজায় প্যান্ডেল ও প্রতিমা তুলে ধরেছে কুটির শিল্পকে। সমস্ত প্যান্ডেল তৈরি করা হয়েছে বাঁশের বিভিন্ন সামগ্রী দিয়ে এমনকি প্রতিমার সাজ কাপড় সবকিছুই তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। প্যান্ডেলের সম্মুখে বাঁশের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প।
কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে যেমন বাঁশের নানা ধরনের কাজ দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল, ঠিক তেমনি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে শুরুতেই বড় করে তৈরি করা হয়েছে লক্ষীর ঘট। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, সেফ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী, সবুজ সাথী সবকিছুই বাঁশের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাঁশের কাজের মাধ্যমেই প্যান্ডেলের পাশাপাশি তৈরি করা হয়েছে মা দুর্গার অলংকার থেকে কাপড় সমস্ত।
ক্লাব সম্পাদক বরুন সরকার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুটির শিল্পর ওপর জোর দিচ্ছেন। আমরা তার চিন্তাভাবনাকে মাথায় রেখেই কুটির শিল্পের মাধ্যমে প্যান্ডেল ও প্রতিমা তৈরি করেছি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেছি। আশা করছি দর্শকদের ভিড় হবে। ইতিমধ্যেই বিশ্ববাংলা থেকে আমরা জেলায় প্রথম পুরস্কার পেয়েছি। আমাদের পূজা দেখতে প্রথম দিন থেকেই দর্শকের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *