নদীয়়া, নিজস্ব সংবাদদাতাঃ- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কোথাও ভেঙেছে ব্রীজ , কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তা। এর মধ্যে সিটংয়ে আটকে তেহট্ট ও পলাশিপাড়ার দুই তরুণী সহ মোট পাঁচ জন। দুশ্চিন্তায় পাঁচ জন পর্যটক থেকে তাদের পরিবার।
জানা গিয়েছে, তেহট্ট থানার বেতাই ও শ্যামনগরের সোনালি বিশ্বাস, স্নেহাংশু ঘোষ অন্যদিকে পলাশিপাড়ার কৌস্তুভ দত্ত, স্নেহাশীষ দত্ত এবং শালিনী দত্ত , পাঁচ জনের একটি দল গত শুক্রবার হাওড়া থেকে ট্রেনে উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় । ফোনে তারা , জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির কারণে সরাসরি শিলিগুড়ি থেকে সিটংয়ের উদ্দেশ্য রওনা দিতে পারেনি। বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর দুপুরের দিকে ছোট গাড়িতে যাত্রা শুরু করে। সন্ধ্যায় মধ্য সিটংয়ে পৌঁছায়।
কিন্তু পরদিন সকাল হতেই হতাশ হন তারা। তাদের সঙ্গে ফোনে কথা বলে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে আবহাওয়া খারাপ পাহাড়ের ওই এলাকায়। বৃষ্টিতে বিভিন্ন দিকে ক্ষতির খবর পায়। ফলত, হোম স্টে থেকে খানিকটা দূরে একটি জায়গা ছাড়া আর কোথাও যেতে পারেনি । পাশাপাশি অহলধারার মতো সিটংয়ের দর্শনীয় পর্যটন স্থলেও যেতে পারেনি । সিটং থেকে লামাহাটা, তিনচুলে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তাদের পরিকল্পনায় থাবা বসিয়েছে।
সোমবার সকালে হোম স্টে ছেড়ে শিলিগুড়ি নামার কথা। কিন্তু সেটা কি সম্ভব হবে , তা নিয়ে দুশ্চিন্তায় পাঁচ জন। কৌস্তুভ দত্ত বলেন,“যোগিঘাট হয়ে সিটং এসেছি। সেই জায়গা এখন বিপর্যস্ত। গেলে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু সেটা কি সম্ভব হবে , রাত না কাটলে এবং সঠিক খবর না পেলে বলা মুশকিল।”
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিটংয়ে আটকে তেহট্ট ও পলাশিপাড়ার দুই তরুণী সহ মোট পাঁচ জন।












Leave a Reply