পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি শাসিত রাজ্যে এ রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সড়ক হয়েছে শাসক দল, বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বড়মুড়া এলাকায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল নেতাকর্মীরা, এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু পতিহার, ব্লক INTTUC র সভাপতি হাবিবুল শেখ, শ্যামল বাজপায়ী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।
কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক বড়মুড়ায় যোগ দেন প্রতিবাদে।












Leave a Reply