নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁতন বাজারে ২০০–৩০০ আদিবাসী মানুষের প্রতিবাদ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ অবিভক্ত মেদিনীপুর জেলা মুডা কমিটির আহবানে দাঁতন বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ।বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আদিবাসী নারী শিশুরা কী সুরক্ষিত? রাস্তা ঘাট এমন কি স্কুলের পাঠরত ছাত্রীরা সুরক্ষিত নয়, অভিভাবকরা কাকে বিশ্বাস করে স্কুলে পাঠাবে? যেখানে স্কুলের শিক্ষক ধর্ষক খুনি! বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষন করে খুন, দেহ টুকরো টুকরো করে লোপাট করার চেষ্টা , কে করল ? ঐ ছাত্রীর শিক্ষক মনোজ পাল ।পুরুলিয়ার বড়গেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো দ্বারা আদিবাসী ছাত্রী র শ্লীলতাহানী, বাঁকুড়ার পাত্রসায়রে আদিবাসী মহিলার শ্লীলতাহানি, আসামে ৮ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষন করে খুন। যেখানে মানুষ গড়ার কারিগর সমাজ গড়ার কারিগররা ধর্ষন করে খুন করে তাহলে এই সভ্য সমাজের ভবিষ্যৎ কী হবে ? ০৫/১০/২০২৫ অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দাঁতন বাজারে পেট্রোল পাম্প থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যোগদান করে গর্জে উঠল নারায়ণগড়, পটাশপুর, কেশিয়াড়ি, দাঁতন ব্লকের ২০০/৩০০ আদিবাসী মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *