পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পড়াশুনার প্রতি আগ্রহ আরো গড়ে তুলতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে আপনজন মেধা অন্বেষনের মেধা পরীক্ষার আয়োজন আয়োজন করা হয়। জানা গিয়েছে এই দিন এই পরীক্ষায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই মেধা পরীক্ষায়। এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুন্ডু, দিব্যেন্দু সিংহ রায়, অভীক প্রামানিক, সন্দীপ দত্ত, তাপস দে, পলাশ ঘোষ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।
পশ্চিম মেদিনীপুরে ডাবচা নবকোলা হাইস্কুলে শিক্ষামূলক মেধা পরীক্ষা।












Leave a Reply