পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ধান্যশোলে সুপারফাস্ট ক্লাবের উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৬১ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রমেন বাগ, অশোক কুমার পাত্র, তুফান চক্রবর্তী, প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিভিন্ন রক্তদানের পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেকটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।এইদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপি মাহাতো।
শালবনীর ধান্যশোল সুপারফাস্ট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন,রক্ত দিলেন ৬১ জন ।












Leave a Reply