হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় ৩ বছর ধরে এই দুর্গন্ধ যুক্ত জল পাড়িয়ে যাতায়াত করতে হয় খুব কষ্ট করে সদস্য কে একাধিক বার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি, আর জমা জলের মধ্যে কার্যত ভর্তি পোকামাকড়, এখান থেকে হতে পারে নানা রোগ জীবাণু তাহলে এখানকার স্থানীয় বাসিন্দারা ভোট দিয়ে তৃনমূল কংগ্রেসের সদস্য কে জয়ী করে পেলেন নানা রোগ প্রশ্ন তো উঠবেই। আর বাচ্ছা ছেলে মেয়েরা বুট জুতো পরা ভূলেই গেছে বলা যায়। আমাদের ক্যামেরার সামনে আরো কি কি বললেন আসুন শুনে নিন।
ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৮২ নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধ যুক্ত জল।।












Leave a Reply