বহরমপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের উপরডিহা পিঠারপুকুর এলাকার সাইফুদ্দিন শেখের ছেলে মোশারফ শেখ। বয়স ২১ বছর। অন্যান্য দিনের মতো শুক্রবার রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাতে যান। তারপরেই ভোর তিনটা নাগাদ দেখেন বাড়িতে নেই ছেলে।
পরিবারের দাবি অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া করে ছেলে ঘুমাতে যায় রাত্রি দশটা নাগাদ । গভীর রাত্রে ছেলের শ্বশুর বাড়ি থেকে ফোন আসে ছেলে নাকি বাড়িতে নেই। ঘরে গিয়ে পরিবারের লোকেরা দেখতে পাই ছেলে ঘরে নেই। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এখন পর্যন্ত মেলে নি সন্ধান। এক সন্তানের বাবা মোশারফ শেখের হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
অন্যদিকে সূত্রের খবর এই ঘটনায় নিখোঁজ মোশারফ সেখকে উদ্ধারের চেষ্টায় তদন্ত শুরু করেছে পুলিশ।
হঠাৎ করে বাড়ির তরতাজা যুবক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। কোথায় কিভাবে আছে ভেবে কুল কি নাড়া পাচ্ছে না বাবা-মা স্ত্রী সহ পরিবার পরিজনরা। পরিবারের আবেদন অবিলম্বে ছেলেকে ফিরিয়ে দাও না হোক। কেউ যদি দেখে থাকেন স্থানীয় থানায় অথবা স্কিনে দেওয়া নম্বরে অনুগ্রহ করে জানান।
মোশারফ সেখের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছে বাবা-মা সহ ছোট্ট সন্তান নিয়ে তার স্ত্রী।












Leave a Reply