প্রতিভাবান শিল্পীদের সম্মাননা ও বেস্ট এওয়ার্ড পেলেন সুমিত চক্রবর্তি, অর্ক মণ্ডল, সোহেল রানা সহ অন্যানারা।

মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে হয়ে গেলো 4 দিন ব্যাপি আর্ট ফেস্টিভ্যাল বহরমপুর স্টেডিয়ামের সামনে করিমস্ প্রাঙ্গনে। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট শ্রী চিরন্তন প্রামানিক ও শ্রী সুনীল চন্দ্র সাহা অনুষ্ঠানের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে আর্ট ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। গ্রুপের সভাপতি শ্রী অংশুমান সাহা নর্থ বেঙ্গলে বন্যা পরিস্থিতি তদারকির জন্য আসতে পারেন নি ।ওখানে সাধারন মানুষের জন্য কাজ করছেন তবে শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জওহর নবোদয় বিদ্যালযের ভাইস প্রিন্সিপাল শ্রী আলোক গৌতম, শ্রী শ্যামল সরকার ,কুলদীপ সিং ও আরো অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 32 জন শিল্পী অংশ গ্রহন করেন। শিল্পীরা অমৃত কুন্ড গ্রামে গিয়ে প্রকৃতির মধ্যে ছবি আকেঁন এবং বৃক্ষ রোপন ও সংরক্ষণের বার্তা দেন। করিম স গ্রাউন্ড এ ।সব ছবি প্রদর্শিত করা হয়।প্রচুর লোকের সমাগম হয়। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ ও বিশিষ্ট সমাজসেবী ।এই দিনে সমস্ত শিল্পীদের স্মৃতি চিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। যারা বেস্ট আওয়ার্ড পেলেন তারা হলেন শিল্পী সুমিত চক্রবর্তি, অর্ক মন্ডল, সোহেল রানা,দেবানন্দ মাহাতো,অসীম সাহা, ও আলোক রায়। স্পেশাল এওয়ার্ড পেলেন শ্রী সংযুক্তা বিশ্বাস ও স্নেহাশীষ সরকার।শেষ দিনে একটি sit and draw এর আয়োজন করা হয়। প্রত্যেক বিভাগের প্রথম 20 জনকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন এই 8th international আর্ট ফেস্টিভ্যাল খুব সুন্দর ভাবে এক অভিনব উদ্যোগে পরিবেশিত হল খোলা আকাশের নিচে। শহরের প্রচুর মানুষ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *