বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- বাসে যাত্রী তোলার জের , আর তার মাশুল গুনতে হল এক দুধ আরোহীকে। ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বেঘোরে প্রাণ গেল তার । ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া বাজারে হাওড়া আমতা রোডে। অভিযোগ বাঁকড়া মিনি বাস প্রায় সময় বেশি যাত্রী তোলার হিড়িকে মাঝে মাঝে থেমে যায় । তারপর আবার চালায়। এদিন সকালে হাওড়াগামী ওই মিনি বাসের চালক বাঁকড়া বাজারে দাঁড়িয়ে ছিল। তখন একটি দুধ বিক্রেতা সাইকেল নিয়ে পাশ দিয়ে বাসটিকে ওভারটেআকরে। সেই সময় ডোমজুড়মুখি একটি ট্রাক আসছিল। কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকা মিনি বাসটি ছেড়ে দেয়। দুটি গাড়ির মাঝখানে পরে হাওড়ার বাঁকড়া মিশ্র পাড়ার বাসিন্দা বুবাই চক্রবর্তী (৪৫) পড়ে যায় । ট্রাকটি তাকে পিষে দিয়ে বেড়িয়ে যায়। আহথ বুবাই চক্রবর্তী এলাকার বাসিন্দারা মাথায় জল দেন। তারপর হাসপাতালে নিয়ে যাবার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে উত্তেজিত জনতা ওই বাস চালককে মারধর করেন। কিন্তু এই বিষয়ে প্রশাসনকে আরো সচেতন হতে হবে বলেই দাবি স্থানীয়দের। আর কতদিন এই ভাবেই প্রাণ যাবে নিরীহ মানুষদের? উঠছে প্রশ্ন? ওই মিনি বাসটি ও ট্রাক কে বাঁকড়া ফাঁড়ির পুলিশ আটক করেছে। ও ড্রাইভারদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বাঁকুড়া হাওড়া রোডে ট্রাফিক উদ্দ্যোগে দুঃখজনক দুর্ঘটনা: দুধ বিক্রেতা নিহত।












Leave a Reply