রায়দিঘি, নিজস্ব সংবাদদাতা: দুই শতাব্দীর প্রাচীন ঐতিহ্য নতুন অধ্যায়ে প্রবেশ করল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এলাকাবাসীর উদ্যোগে ২০০ বছরের পুরোনো কালীমন্দিরকে নতুন করে গড়ে তোলার জন্য সোমবার অনুষ্ঠিত হল কলসযাত্রা। প্রায় হাজারখানেক মহিলা সহ গ্রামবাসী পায়ে হেঁটে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে গঙ্গাজল নিয়ে আসেন নতুন মন্দির প্রাঙ্গণে। সকাল থেকেই উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা।
স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, একসময় এই এলাকাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। জঙ্গলের মধ্যে গ্রামবাসীরা কালীসাধনা করতেন। পরে ধীরে ধীরে সেই সাধনাস্থলেই শুরু হয় নিয়মিত কালীপুজো। ১৩৭৬ বঙ্গাব্দে (১৯৬৯ সালে) প্রথমবার এখানে একটি কালীমন্দির নির্মিত হয়। সময়ের প্রবাহে সেই মন্দির পুরোনো হয়ে পড়ে, তাই এবছর নতুন মন্দির নির্মাণের কাজ শুরু হয়।
নতুন মন্দিরের উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং মায়ের মূর্তি ছয় ফুট উচ্চতার, স্থায়ীভাবে নির্মিত। উদ্বোধনের দিন থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান। প্রতিদিনই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, “আগে এখানে জঙ্গল ছাড়া কিছুই ছিল না। সেই জায়গা থেকেই আজ এই বিশাল মন্দির দাঁড়িয়েছে, এটা আমাদের গর্ব।”
এলাকাজুড়ে এখন একটাই প্রত্যাশা—নতুন কালীমন্দির আরও ঐতিহ্য ও ভক্তির কেন্দ্র হয়ে উঠুক আগামী দিনে।












Leave a Reply