বীরভূম রাজনগর, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলা রাজনগরে প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী মালিপাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরে কালীপুজো উপলক্ষে সেবায়েত, পুরোহিত, ভক্ত ও বাসিন্দাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে৷ প্রাচীন এই মন্দিরটির সঙ্গে অতীতের বহু ইতিহাস, ঘটনা, কাহিনী জড়িয়ে৷ সেই সাথে রাজাদের প্রসঙ্গও উঠে আসে মন্দিরের প্রতিষ্ঠার কথা উঠে আসলে৷ এবারও অসংখ্য ভক্ত দর্শনার্থী মন্দিরে পুজো দিতে, মন্দির দর্শন করতে ভিড় জমাবেন তা বলাই যায়৷ আয়োজকরা বলেন, কালীপুজো উপলক্ষে মন্দির চত্বরে বিভিন্ন ধরণের অনুষ্ঠানও আয়োজিত হবে৷ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ ও ভক্তবৃন্দের সহযোগিতায় সুষ্ঠুভাবেই সবকিছু পরিচালিত হচ্ছে৷ প্রতিমা নিরঞ্জনের দিনও সকলের উপস্থিতি ও উৎসাহ থাকে যথেষ্ট৷ এমনটাই জানান সেবায়েত পরিবার ও ভক্তদের পক্ষে কয়েকজন৷ কিছুক্ষেত্রে এখানে সম্প্রীতির বিষয়ও চোখে পড়ে৷ বছরের অন্যান্য সময়েও বাইরে থেকে অনেকে আসেন প্রাচীন এই মন্দির দর্শনে৷ এমনটাই জানান মন্দির কর্তৃপক্ষ৷
ভক্ত, পুরোহিত ও সেবায়েতদের উদ্যোগে ঐতিহ্যবাহী কালীপুজোয় উৎসবের আমেজ রাজনগরে।












Leave a Reply