এসএফআই ও ডিওয়াইএফআই-এর উদ্যোগে বালুরঘাটে বসে আঁকো, কুইজ, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আজ ২৬শে অক্টোবর রবিবার বালুরঘাটের অভিযাত্রী স্কুলে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই – এর বালুরঘাট এক নম্বর লোকাল কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিটি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা পরবর্তীকালে জেলা পর্যায়ের প্রতিযোগিতাতে সরাসরি অংশগ্রহণ করবে। আজকের প্রতিযোগিতার সমস্ত বিভাগ মিলে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *