দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শতাব্দী প্রাচীন বায়রা কালী মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে এলাকাবাসী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান মন্দিরের দান বাসকো কে বা কারা ভেঙে নিয়ে দানবাক্সে থাকা সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। কিছু খুজড়ো টাকা দান বক্সে রয়েছে। জানা গেছে শতাব্দী প্রাচীন এই বাইরা কালীমন্দির খুব জাগ্রত। রাস পূর্ণিমার পরের অমাবস্যায় এই মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই বাৎসরিক পুজো উপলক্ষে বছর ভর ভক্তরা যে টাকা দান করে তা দান বাক্সেই থাকে বছর পর ১৫ থেকে ২০ হাজার টাকা দানবাক্সে পড়ে বলে ভক্তরা জানিয়েছেন। আগামী অমাবস্যার রাত্রে এই মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তার আগে এই চুরির ঘটনায় আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা চুরি গেছে বলে অনুমান। স্থানীয় বাসিন্দা রাজু দে জানান আজ সকালে যখন কাজে বেরিয়েছে সেই সময় এই এলাকা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাই মন্দিরের দান বাক্স ভাঙ্গা। সারারাত এখানে পুলিশের পেট্রোল ডিউটি থাকে। রাতে এই চুরি হয়নি, ভোরের দিকে কে বা কারা এই চুরি করেছে। সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টি আরো বিষয়টি আরো স্পষ্ট হবে। যে বা যারা এই কাজ করে থাকুক দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আশা করি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
রাতভর পুলিশি পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও বালুরঘাটে মন্দির দানবাক্স চুরি, সিসিটিভি ফুটেজ চাইছে এলাকাবাসী।












Leave a Reply