পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ক্যানেলের জল থেকে এক মাঝ বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কেশিয়া এলাকায়, জানা গিয়েছে গতকাল রাত সোমবার রাতে স্থানীয় মানুষজন জলে ভাসতে দেখতে পায় এক মৃতদেহ, তড়িঘড়ি খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে, তবে ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, গোটা ঘটনার তদন্তের পাশাপাশি ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছি গোয়ালতোড় থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনা কি ঘিরি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
কেশিয়ায় ক্যানেল থেকে দেহ উদ্ধার, মৃতের পরিচয় অজানা — তদন্তে পুলিশ।












Leave a Reply