পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে আদিবাসী সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়, জানা গিয়েছে রাজ্য আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এবং চন্দ্রকোনা রোড পণ্ডিত রঘুনাথ মুরমু ক্যাম্পাস লিমিটেডের পরিচালনায় এই দিন এই দিন সন্ধ্যায় আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই দিনরাত্রি আটটা নাগাদ জানা গিয়েছে ছয়টি নিত্য দল এবং ২৫ জন একক শিল্পী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, যেখানে উপস্থিত ছিলেন ব্লকের সিআই সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দোলন হাজরা, মৎস্য ও প্রাণিসম্পদ এর কর্মদক্ষ অশোক কুমার টুডু, কৃষি কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
গড়বেতা-৩ ব্লকে রাজ্য আদিবাসী উন্নয়ন নিগমের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।












Leave a Reply