শিক্ষার আনন্দ ছড়িয়ে দিতে জোগাড়ডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন ও সমাজসেবকদের বই বিতরণ উদ্যোগ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষার আনন্দ ও জ্ঞানের আলোকে আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত জোগাড়ডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সমাজসেবকদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বই ও পঠন সামগ্রী বিতরণ অনুষ্ঠান, যা গোয়ালতোড় সংলগ্ন এলাকার শিশুদের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে।

এই মহৎ উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পরিবেশ ও প্রাণীপ্রেমী সমাজসেবক এবং হুমগড় ইয়ুথ কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠন-এর প্রতিষ্ঠাতা সৌরভ দাস ও তুহিন লোহার। তাঁদের প্রচেষ্টায় ৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড়, ৮ নম্বর সারোবত আরাবারি মূল্যপাড়া, ভালক্ষুনিয়া আদিবাসী পাড়া এবং আমকোপা আদিবাসী পাড়া— এই চারটি এলাকায় প্রায় ১৬০টি বই ও পাঠ্যসামগ্রী বিতরণ করা হয় শিশুদের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমাজ টুডু এবং শিক্ষক স্বপনমূল্য, যাঁরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে উৎসাহ ও দিকনির্দেশনা দেন। এছাড়াও, ইন্ডিয়ান ওয়ার্কার স্বেচ্ছাসেবক সংগঠন-এর পক্ষ থেকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তুহিন লোহার।

বই বিতরণের পর সৌরভ দাস, তুহিন লোহার ও রতন মুর্মু জানান—

> “এই প্রচেষ্টা আমাদের এলাকার প্রতিটি শিশুর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগানোর এক ছোট্ট পদক্ষেপ মাত্র। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বই ও শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *