মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মন্ত্রীর গড়ে, কাজ বন্ধ করলো ঠিকাদার এসোসিয়েশন। পাওনা টাকার দাবিতে মালদার কালিয়াচক ২ নাম্বার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের।
২০২১ সাল থেকে ১০০ দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা। ফলে চরম অর্থাভাব ঠিকাদারদের। কেউ ব্যাংক থেকে কেউবা সুদে টাকা নিয়ে কাজ করেছেন। এখন টাকা ফেরত চাইছে পাওনাদাররা। ফলে বাড়িতে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে, কাজ বন্ধ করলো মালদার কালিয়াচক দুই নাম্বার পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক ২ ব্লক ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখায় তারা। এই এলাকা থেকে নির্বাচিত, হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্জলি মন্ডল জানান টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আর যার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে।
১০০ দিনের কাজ ও ইলেকশন ফান্ডে পাওনা না মেলায় কাজ বন্ধ করল ঠিকাদার সংগঠন।












Leave a Reply