আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার ভোর সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ছট ঘাটে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। গতকাল অস্তগামী সূর্যের অর্ঘ্য দেওয়া হয়েছে আজ উদীয়মান সূর্যের অর্ঘ্য দেওয়া হল।
এদিন ভোর সকালে আলিপুরদুয়ার জেলার তোর্ষা, বাসরা, কালজানি, গ্যারগাণ্ডা সহ বিভিন্ন ছট ঘাটে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়।
অস্ত সূর্যের পর এবার উদীয়মান সূর্যকে প্রণাম, আলিপুরদুয়ারে উৎসবের আবহ।












Leave a Reply