মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – দিদার বাড়ি ঘুরতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক ৬ বছরের শিশুর । ঘটনা মোথাবাড়ি থানার অন্তর্গত বটতলা গ্রামের । পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে ওই শিশু তার দিদার বাড়িতে ওই এলাকায় একটি পুকুরে স্নান করতে যায় । এবং নাকি মুহূর্তেই মধ্যেই পুকুরের জলে তলিয়ে যায় ।
পরিবারের সদস্যরা জানিয়েছে যে প্রায় মিনিট ১৫ বাদে দিদার বাড়ির লোকেরা ও স্থানীয় বাসিন্দারা জলে খুঁজে পায় বাচ্চাটিকে ।
জানা গেছে ইসরাত সুলতানা নামে ওই ৬ বছরের শিশু মেয়েটি স্থানীয় এক বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। নতুন ধুলাউড়ি থেকে পাশের গ্রাম গঙ্গাপ্রসাদ বটতলা তে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায় ।।
তার বাবা রনি শেখ এক জন পরিযায়ী শ্রমিক । বাচ্চার এই জলে ডুবে যাওয়া খবর শুনে দিল্লী থেকে ছুটে আসে সে ।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।।












Leave a Reply