দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এ বারই প্রথম সারা দেশে কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল। পাশাপাশি, প্রথমবারের জন্য ওএমআর শিট-এ পরীক্ষা দিল রাজ্যের পড়ুয়ারা। মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২% — যা এই পরীক্ষার দ্রুততা ও দক্ষতার বড় প্রমাণ।
সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৯ জন পরীক্ষার্থী। আশ্চর্যের বিষয়, এই ৬৯ জনের মধ্যে মাত্র তিন জন ছাত্রী।
এই তিন জনের মধ্যে উজ্জ্বল নাম দক্ষিণ দিনাজপুরের—
👉 দীপান্বিতা পাল
দৌলতপুর হাই স্কুলের এই ছাত্রী মেয়েদের মধ্যে প্রথম, আর সার্বিকভাবে চতুর্থ স্থানে।
তিনি পেয়েছেন ৯৮.৪% নম্বর।
বিষয়ভিত্তিক নম্বর
বাংলা ৪০
ইংরেজি ৪০
অঙ্ক — ৪০
ফিজিক্স — ৩৪
কেমিস্ট্রি — ৩৩
ফিজিক্যাল এডুকেশন — ৩২
বিজ্ঞান বিভাগের ছাত্রীর এই সাফল্যকে পরিবার “প্রত্যাশিত” বলেই মনে করছে। দীপান্বিতার বাবা-মা দু’জনেই স্কুলশিক্ষক। তারা জানিয়েছেন, আগামী দ্বিতীয় সেমিস্টারেও মেধাতালিকায় নাম রাখতে দীপান্বিতাকে আরও অনুপ্রাণিত করবেন।
দীর্ঘদিন পর বংশিহারি ব্লকের দৌলতপুর হাই স্কুল এমন গৌরব অর্জন করায় খুশির হাওয়া স্কুলজুড়ে। এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষানুরাগী— সকলের মুখেই এখন একটাই নাম, দীপান্বিতা।












Leave a Reply