বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হলো রাজ্য পর্যায়ের ‘প্ল্যাটিনাম জুবিলি কুইজ ফেস্ট’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাটি শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ প্রতিযোগী এতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিশিষ্টজনেরা। ভারত বিখ্যাত কুইজ মাস্টার তিতাস ব্যানার্জি কুইজ পরিচালনা করবেন। স্কুল কুইজ, টডলার কুইজ ও মহিলা কুইজ সহ বিভিন্ন বিভাগে ৮ থেকে ৮০ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিচ্ছে।
উদ্বোধনে মন্ত্রী বিপ্লব মিত্র এই উদ্যোগকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে সাধুবাদ জানান। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাট পৌরসভার এমন অনুষ্ঠান আয়োজন প্রশংসার দাবিদার।
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে বালুরঘাটে কুইজ ফেস্টের উদ্বোধন।












Leave a Reply