পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে একতা দিবস পালন করল বিজেপির নেতাকর্মীরা। এই দিন চন্দ্রকোনারোড ফুটবল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধীমান কোলে, প্রদীপ লোধা, গৌতম কৌরী সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা। এই দিন হাতে জাতীয় পতাকা নিয়ে কয়েকশো কর্মী সমর্থক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন।
বিজেপির একতা দিবসে চন্দ্রকোনারোডে আড়ম্বরপূর্ণ শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন।












Leave a Reply