বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- SIR আতঙ্ক বীরভূমের ইলামবাজার ব্লক এ মেয়ের বাড়ি স্কুলবাগান সুভাষপল্লীতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। নিহতের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। দেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবার শোকে আচ্ছন্ন। নিহত ক্ষিতীশ চন্দ্র মজুমদারের পরিবারের সূত্রে জানা গেছে বাংলাদেশে তারা আগে থাকতেন।
বাংলাদেশ থেকে আসা পরিবারের সদস্যের আত্মহত্যায় শোকের ছায়া ইলামবাজারে।












Leave a Reply