ভোটার তালিকায় SIR প্রকল্পের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ মেচেদায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- SIR এর নামে নাগরিকদের হয়রানি সহ বিভাজন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চক্রান্ত বন্ধ এবং ঘুরপথে এন. আর. সি. চালু করার প্রতিবাদে এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় বিক্ষোভ মিছিল,ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এস.আই.আর.(SIR) এর নামে নাগরিকদের হয় রানি সহ বিভাজন ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চক্রান্ত বন্ধ এবং ঘুরপথে এন.আর.সি.চালু করার প্রতিবাদে আজ ৮ই নভেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে মেচেদাতে এক বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য অনুরূপা দাস, অমল মাইতি, কমল সাঁই ও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। দলের জেলা কার্যালয় ক্ষুদিরাম ভবন থেকে মিছিল শুরু হয়ে মেছেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, মেছেদা পুরাতন বাজার, পাঁচ মাথার মোড় পরিক্রমা করে ক্ষুদিরাম ভবনের মিছিল শেষ হয়। প্রায় তিন শতাধিক বিক্ষোভ কারীরা মিছিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *