অনবদ্য মানবিক উদ্যোগ: ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিশুদের।

কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:—
জাতীয় শিশু দিবসে কোলাঘাটে দেখা গেল এক সত্যিকারের মানবিক উদ্যোগ। কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে আজ এক বিশেষ অনুষ্ঠানে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক ঘোষণা করেন— কোলাঘাট ও পার্শ্ববর্তী প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের মোট ৫০০-রও বেশি শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করছেন।

এই শিশুদের হাতে এদিন তুলে দেওয়া হয় বিশেষ হেলথ কার্ড, যার মাধ্যমে তারা ১৮ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন ডাঃ ভৌমিকের শিশু সেবা নিকেতনে।

শিশু দিবস উপলক্ষে তিনি শিশুদের নিয়ে কেক কেটে উদযাপন করেন দিনটি। উপস্থিত অভিভাবকরা জানান, এমন উদ্যোগ তাদের কাছে অমূল্য, কারণ গ্রামের বহু পরিবার নিয়মিত শিশু চিকিৎসা করাতে সমস্যার মুখে পড়েন।

এখানেই শেষ নয়—মানবিকতার আরও নজির গড়ে ডাঃ প্রবীর ভৌমিক একটি স্থানীয় নার্সিংহোমের উন্নতির জন্য ২ লক্ষ টাকার চেক প্রদান করেন। পাশাপাশি একটি অনাথ আশ্রমের শিশুদের চিকিৎসার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তিনি।

কোলাঘাটবাসী বলছে, “চিকিৎসক তো অনেক আছে, কিন্তু ডাঃ প্রবীর ভৌমিকের মতো মানুষ খুব কমই দেখা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *