হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- হাওড়া ডোমজুড় থানার মাকড়দহ জোতগিড়ি এলাকায় দীর্ঘদিনের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ। এলাকাবাসীর তরফ থেকে যেটা উঠে আসছে, পাসেই কবরস্থান, শ্মশান, এমনকি মদের দোকান থেকে অদূরেই রয়েছে স্কুল। এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আগেই এই পদক্ষেপ নিতে দেখা গেল গ্রামবাসীকে। বেশ কয়েকবছর আগে গ্রামবাসী বিক্ষোভ দেখালে ঘটনাস্থল থেকে মদের দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী। ঘটনার কয়েকবছর সেই দোকান আবারও খুলতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থল থেকে দোকান বন্ধ করে আবারও চলে যান ব্যবসায়ী। এরপর গ্রামবাসী কালো রঙ দিয়ে দোকানের বাইরে লিখে দেন এই দোকান চিরকালের জন্য বন্ধ। এলাকাবাসীর বক্তব্য “পাড়ার মধ্যে এইরকম একটা ব্যবসায় আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে যাবে”।
কবরস্থান-স্কুলের পাশে মদের দোকান নিয়ে ক্ষোভ, একজোট হয়ে বন্ধ করল গ্রামবাসী।












Leave a Reply