আলিপুরদুয়ার, নিজস্বসংবাদদাতাঃ– বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সান্থাল লাইন এলাকায়। মৃতের নাম রাহুল টুডু (২১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে একটি বাঁশ ঝাড়ে রাহুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সরকারি নিয়মে যা যা করার বন দপ্তরের পক্ষ থেকে করা হবে। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।
রাতের অন্ধকারে হাতির তাণ্ডব, বাঁশঝাড়ে উদ্ধার যুবকের নিথর দেহ।












Leave a Reply