ডোমকল, মুর্শিদাবাদ, নিজস্বসংবাদদাতাঃ- ডোমকল ব্লকের রাজনীতিতে নতুন জোয়ার আনল আইএসএফ। ভগিরথপুর ছয় নম্বর অঞ্চলের সভাপতি তাহাজু উদ্দিন শেখের উদ্যোগে শিবনগর হাই স্কুল মোড়ে অনুষ্ঠিত হলো আইএসএফের এক প্রাণবন্ত পথসভা।
ডোমকল ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রায় ১০০ জন কর্মী বিভিন্ন রাজনৈতিক দল থেকে সরে এসে আইএসএফে যোগদান করেন। সভায় আলোচনা হয় SIR ইস্যু নিয়ে, পাশাপাশি দিল্লির গাড়ি বিস্ফোরণ ঘটনাকেও ঘিরে মত প্রকাশ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সম্পাদক রাশিদ উদ্দিন সরকার, সিভিল ইঞ্জিনিয়ার সামাদ শেখ, ব্লক সদস্য আব্দুল লতিফ সহ আরও অনেকে।
রাজনৈতিক মহলে মত, একদিকে শাসক দলের প্রভাব কিছুটা কমছে, অন্যদিকে আইএসএফ ডোমকল ব্লকে নিজেদের ঘাঁটি আরও মজবুত করছে।












Leave a Reply