কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জাতীয় শিশু দিবস, শিশু দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে দেখা গেল এক অনবদ্য ছবি। চিকিৎসকের মানবিক মুখ দেখা গেল কোলাঘাটের শিশু চিকিৎসক বিশেষজ্ঞ প্রবীর ভৌমিকের, শিশু দিবসের দিনে কোলাঘাটের প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্বভার তুলে নিলেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক। তিনি শিশু দিবসে এদিন নিজের তৈরি শিশু সেবা নিকেতনে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে সাড়ম্বরে পালিত করেন শিশু দিবস। শিশু সেবা নিকেতনে চিকিৎসা করাতে আসা প্রত্যেক শিশুদের চিকিৎসার দায়িত্বভার তুলে নেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক। তাদের হাতে একটি করে হেলথ কার্ড তুলে দেওয়া হয়, সেই হেলথ কার্ড দেখালেই সেই সমস্ত শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে এই সেবা সদনে। আর তাতেই এক প্রকার খুশি শিশুদের অভিভাবকেরা। কোলাঘাটের এই শিশু চিকিৎসক মন কেড়েছে কোলাঘাটবাসির। পাশাপাশি একটি নার্সিংহোমেও উন্নতির জন্য তিনি ২ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি অনাথ আশ্রমের শিশুদের চিকিৎসা ভার সহ তাঁদের দায়িত্ব নিজের কাঁধে নেয় চিকিৎসক প্রবীর ভৌমিক।
অনবদ্য মানবিক উদ্যোগ: ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিশুদের।












Leave a Reply