পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: রাজ্য আদিবাসী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গোয়ালতোড় ব্লকের ৮ নম্বর সারবত অঞ্চলের রাজবাঁধ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন এবং জয় জোহার মেলা।
শনিবার মাল্যদান, পুষ্প অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিরসা মুন্ডার প্রতিকী ছবির সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা দু’নম্বর ব্লকের বিডিও দেবঋষি ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনবন্ধু দে, ব্লক আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক পার্বতী সরেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, টানা তিন দিন ধরে চলবে এই জয় জোহার মেলা। সাংস্কৃতিক পরিবেশনা, আদিবাসী ঐতিহ্যবাহী নৃত্য-সংগীত এবং বিভিন্ন প্রদর্শনীকে কেন্দ্র করে সাজবে মেলার মূল আকর্ষণ।












Leave a Reply