দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ বোল্লা কালীমাতা মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে একটি সফল ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ট্রাস্টের এই সামাজিক উদ্যোগটি প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো।
এদিন ট্রাস্টের সদস্যরা হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে ভর্তি রোগীদের হাতে তুলে দেন বিভিন্ন ধরনের ফল, হরলিক্স এবং চকোলেট। অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো ও তাদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
ট্রাস্টের সদস্যদের বক্তব্য, রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য।
সমাজের প্রতি এ ধরনের মানবিক উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং অসুস্থদের মুখে সামান্য হাসি ফোটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রাস্টের এই ধারাবাহিক সামাজিক দায়বদ্ধতা সত্যিই অনুকরণীয়।












Leave a Reply