পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন এবং চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার। উৎসবমুখর পরিবেশে সকালেই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকারসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিটি ম্যাচ পাঁচ ওভার করে অনুষ্ঠিত হলেও, চূড়ান্ত ফাইনাল ম্যাচ তিন ওভারেই সম্পন্ন হয়। ফাইনালে মুখোমুখি হয় চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শালবনী হাই স্কুল। উত্তেজনাপূর্ণ খেলায় শালবনী হাই স্কুল বিজয় লাভ করে।
সন্ধ্যায় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পালসহ অন্যান্য অতিথিরা।












Leave a Reply