হাওড়া, নিজস্ব সংবাদদাতাঃ- S I R কাজ , সমস্ত রাজনৈতিক দল গুলি জনগণের স্বার্থে সহায়তা কেন্দ্র খুলেছেন ঠিক তেমনি বেলুড় সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এই কেন্দ্র খোলা হয় তৃণমূল কংগ্রেসের সক্ষ্য থেকে, রবিবার সন্ধ্যা বেলায় হাওড়া সদরের যুব সভাপতি এবং যুব আইকন কৈলাশ মিশ্রা আসেন এই সাপুঁইপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে যে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে।। এবং পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডলের পাটি অফিসেও আসেন। উপস্থিত ছিলেন নুরাজ মোল্লা, তাপস মাইতি, তাপস আইন এছাড়াও অনেকে।
জনস্বার্থে SIR সহায়তা কেন্দ্র— মাঠে তৃণমূল; পরিদর্শনে যুব আইকন কৈলাশ মিশ্রা।












Leave a Reply