আসানসোল, নিজস্ব সংবাদদাতা: – আসানসোলের এক বেসরকারি হাসপাতালে আলসারজনিত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সংকটজনক হয়ে পড়েন এক রোগী। বিগত দুই দিন রক্ত না পাওয়ায় তাঁর চিকিৎসা কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠলেও মিলছিল না প্রয়োজনীয় রক্ত।
এই কঠিন সময়ে মানবিকতার নজির গড়ে এগিয়ে আসেন মুর্শিদাবাদের ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য মুরসালিম সেখ। তিনি নিজেই রোগীকে রক্ত দিয়ে তার চিকিৎসা পুনরায় চালু করতে সহায়তা করেন।
রোগীর আত্মীয়স্বজনরা মুরসালিম সেখের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।












Leave a Reply