পাহাড়পুরে SIR ক্যাম্পে অশান্তি, তৃণমূল অঞ্চলের সভাপতির বিরুদ্ধে ‘দাদাগিরি’ অভিযোগ।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এসআইআর ক্যাম্পে দাদাগিরি তৃণমূল কর্মীর।রাণীনগর বিধানসভার ইসলামপুর থানার পাহাড়পুরে SIR ক্যাম্প ফরম ফিলাপ চলাকালীন TMC র অঞ্চলসভাপতি আব্দুল কাদির দাদাগিরি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। বলে অভিযোগ তুলেন এসডিপিআই কর্মীরা।
এ চার ক্যাম্পে পার্টির পোস্টার ব্যানার লাগানো কে কেন্দ্র করে উত্তেজিত হয় পাহাড়পুর অঞ্চল সভাপতি আব্দুল কাদির। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেন নি সব খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *