মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চাঁদপুর এলাকায় কয়েকদিন ধরেই দাপটের সঙ্গে জমি থেকে বালি চুরির অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দা আকবর শেখ জানান, গতকাল সকাল ন’টার সময় মাঠের দিকে যাওয়ার পথে তিনি দেখতে পান—গ্রামেরই আমের আলী একটি ট্রাক্টরে অবৈধভাবে জমি থেকে বালি লোড করছে। সেই দৃশ্য মোবাইলে ভিডিও করতে গেলে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর আকবর শেখ ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসন ও পুলিশ যৌথভাবে ঘটনার সত্যতা যাচাই করতে জমিনে নেমেছে।
এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিবছরই একই ভাবে অবৈধ বালি চুরির ঘটনা ঘটে। তাঁদের বক্তব্য—এই কাজের ফলে জমির গঠন নষ্ট হয় এবং নানান পরিবেশগত ক্ষতি হয়। তাই স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কাছে জোরাল আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।












Leave a Reply