পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ— পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতে দেখা দিল অদ্ভুত সমস্যা। ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে প্রায় ২০০ জনের বেশি ভোটারের ভোটার কার্ডে একই EPIC নম্বর—WB/30/202/180—থাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এত বিপুল সংখ্যক ভোটারের EPIC নম্বর একই থাকার জেরে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। ভোট দিতে গেলে বা সরকারি কোনো কাজে কার্ড ব্যবহার করার সময় সমস্যায় পড়ার আশঙ্কাই তাঁদের বেশি।
এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে রঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR সহায়তা ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে সকাল থেকেই ভিড় জমিয়েছেন সমস্যাগ্রস্ত ভোটাররা। ক্যাম্পে উপস্থিত তৃণমূল নেতা–কর্মীরা জানিয়েছেন,
বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানো হবে।
রাত গভীর পর্যন্তও চলছে এই SIR ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। ক্যাম্পে আসা ভোটারদের জল, চা ও বিস্কুটের ব্যবস্থাও করেছে তৃণমূল নেতৃত্ব।
এলাকায় প্রশ্ন উঠেছে—
একই গ্রাম পঞ্চায়েতের এতগুলি কার্ডে একই EPIC নম্বর কীভাবে এল? প্রশাসনিক ভুল নাকি ডেটা এন্ট্রি বিভ্রাট—তা জানার জন্য প্রত্যেকেই তাকিয়ে এখন নির্বাচন কমিশনের প্রতিক্রিয়ার দিকে।












Leave a Reply