দেবাশীষ পাল মালদা:- কর্মক্ষেত্রে কাজের জন্য মোবাইল কেনার টাকা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এরই প্রতিবাদে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মালদা জেলা শাখা। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় আশা কর্মীদের পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর জেলা শাসকের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। আশা কর্মীদের বক্তব্য রাজ্য সরকার তাদের কর্ম ক্ষেত্রে সুবিধার্থে ১০ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য দিয়েছেন। কিন্তু যাদের এই মোবাইল দেওয়া হচ্ছে তারা মারা গেলে সেই মোবাইল ফেরত দিতে হবে, চুরি হলে সেই মোবাইলের টাকা দিতে হবে, নির্দিষ্ট দু একটি অ্যাপ ছাড়া মোবাইলে অন্য কোন কাজ করা যাবে না এইরকমই একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এরই প্রতিবাদে তাদের আজকের এই আন্দোলন।
সরকারি মোবাইল নীতির বিরুদ্ধে ফুঁসে উঠলেন আশা কর্মীরা, মালদায় ডেপুটেশন পেশ।












Leave a Reply