চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ৫ কিমি দৌড় প্রতিযোগিতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হল ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা।

শনিবার সকাল ৭টা নাগাদ নয়াবসত এলাকা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দৌড় শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল জানান, বিজয়ীদের হাতে খুব শীঘ্রই পুরস্কার তুলে দেওয়া হবে।

উপস্থিত অতিথিরা

প্রধান শিক্ষক বিশ্বজিৎ মাল

পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা

সহ-সভাপতি সিরাজুল পাঠান

এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

ফলাফল :

মহিলা বিভাগ

১. সুস্মিতা হেমব্রম – প্রথম
২. চাঁদমনি হেমব্রম – দ্বিতীয়
৩. সারনা টুডু – তৃতীয়
➡️ তিনজনই খসলা হাই স্কুলের ছাত্রী

পুরুষ বিভাগ

১. সুজয় ঘোষ – নয়া বসত পার্বতীময়ী শিক্ষানিকেতন (প্রথম)
২. সূর্য মল্য – সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (দ্বিতীয়)
৩. প্রণব মাল – কিয়ামাচা হাই স্কুল (তৃতীয়)

এই প্রতিযোগিতায় মোট ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *