সাঁকরাইল গার্লস হাই স্কুলে আকস্মিক সফরে রাজ্যপাল, ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে দিলেন ১ লক্ষ টাকা অনুদান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- শুক্রবার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে একদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, সেই প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল।

সকালে কলকাতা থেকে জলপথে মানিকপুর জেটিঘাটে পৌঁছে সেখান থেকে সড়কপথে স্কুলে আসেন তিনি। পথ চলার সময় কয়েকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শিশু থেকে শুরু করে সকলের হাতে তুলে দেন চকলেট ।
স্কুলে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। স্কুলের ছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি।
সাঁকরাইল গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য জানান—
“রাজ্যপাল মহাশয় স্কুলের পরিবেশ ও ছাত্রীদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট হন। সেই কারণেই তিনি স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দেন। এছাড়া তিনি আমাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষও আমাদের বিশেষভাবে আমন্ত্রণ করেছে”।
অনুষ্ঠান উপলক্ষ্যে সাঁকরাইল গার্লস স্কুলে ছিল উৎসবের পরিবেশ। রাজ্যপালের উপস্থিতিতে ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সকলেই আপ্লুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *